ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাড়ে ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকায় ধসে পড়বে ৭২ হাজার দালান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুন ২৮, ২০১০

ঢাকা: খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সাত থেকে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় প্রায় ৭২ হাজার দালান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

একইসঙ্গে ৮৫ হাজার দালান আংশিক বা তারও চেয়ে বেশি তিগ্রস্ত হবে।



জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

রাজশাহী-৬ আসনের সাংসদ শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আরও বলেন, “ঢাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে সাত থেকে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা রয়েছে। ”

“রাতে ভূমিকম্প হলে ঢাকায় ৯০ হাজার লোক হতাহত হবে এবং দিনে হলে হতাহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে যাবে”, বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, “ভবন ভেঙে পড়ার কারণে প্রায় ৩০ হাজার মিলিয়ন টন আবর্জনার সৃষ্টি হবে যা সরাতে ২৫ হাজার টন
ধারণক্ষমতার ট্রাক ১২ লাখ বার ব্যবহার করতে হবে। এতে ক্ষয়ক্ষতি হবে ৬ বিলিয়ন মার্কিন ডলার যা চলতি বছরের বাজেটের তুলনায় প্রায় অর্ধেক। ”

তিনি জানান, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাধ্যমে বন্যা, ঘুর্ণিঝড় দুর্যোগের আগাম বার্তা মানুষের ঘরে ঘরে জাননোর জন্য ৪৭ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুই হাজার আশ্রয়কেন্দ্র তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।

বর্তমানে তিন হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশের সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২৮, ২০১০
জেআই/কেএল/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।