ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবির নারী শিক্ষককে হুমকি দিলেন বিভাগীয় সভাপতি

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় সভাপতি অধ্যাপক মো. আমির হোসেনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি।
 
গত শনিবার উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের কাছে নীলোর্মি লিখিত অভিযোগে বলেন, গত ৩০ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে অর্থনীতি বিভাগের বিভাগীয় সভা শেষ হওয়ার পর সভাপতি অধ্যাপক মো. আমির হোসেনসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সমাজবিজ্ঞান ভবনের অর্থনীতি বিভাগের সভাকক্ষ ও প্রশাসনিক কক্ষের মাঝখানে দাঁড়িয়েছিলেন।

এ সময় আমাকে দেখে (নীলোর্মি) দেখে সভাপতি সবার সামনেই ইঙ্গিতপূর্ণ শারীরিক অঙ্গভঙ্গি করেন। সেইসঙ্গে হুমকি দিয়ে বলেন, ‘সাবধান হয়ে যাও’, ‘তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি’, ‘নয়তো সমস্যা হবে’ ইত্যাদি।

তবে অভিযোগ অস্বীকার করে মো. আমির হোসেন বলেন, ‘কাউকে ক্লাশ নিতে বললে নিশ্চয়ই হুমকি হয়ে যায় না?’

তিনি আরও বলেন, ‘সভাপতি হিসাবে আমার দায়িত্ব শিক্ষকরা যেন নিয়মিত ক্লাশ-পরীক্ষা নেন তা নিশ্চিত করা। আমি সেটাই করেছি। কোনো হুমকি দেইনি। ’

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।