ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘শিশু অধিকার প্রতিষ্ঠা করে সোনার বাংলা গড়ে তোলা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
‘শিশু অধিকার প্রতিষ্ঠা করে সোনার বাংলা গড়ে তোলা হবে’

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন বলেছেন, ‘শিশু অধিকার প্রতিষ্ঠা করে গড়ে তোলা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা। ’

বুধবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ভবনে শিশুদের চিত্রাঙ্কন, হস্তশিল্প প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১০ উপলক্ষে ইউনিসেফ-বাংলাদেশ, সুইডিস সিডা ও কানাডিয়ান সিডা’র সহযোগিতায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতাধীন শহরের কর্মজীবী শিশুদের মৌলিক শিক্ষা প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

ডা. আফছারুল আমীন বলেন, ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি অনুধাবন করেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। আর এ সোনার মানুষ লুকিয়ে আছে শিশুদের মধ্যেই। ’

মন্ত্রী বলেন, ‘শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন বঙ্গবন্ধু। ’

২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরতামুক্ত করা হবে উল্লেখ করে ডা. আফছারুল আমীন বলেন, ‘শিশুদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। ’

উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র মহাপরিচালক রেজাউল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান, ইউনিসেফ-বাংলাদেশের চিফ এডুকেশন অফিসার নবেন্দ্র দাহাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘শহরের কর্মজীবী শিশুদের মৌলিক শিক্ষা’ প্রকল্পের পরিচালক মুজিবুর রহমান।

এর আগে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে দুই শতাধিক শিশু অংশ নেয়।

প্রসঙ্গত, ‘শারীরিক শ্রম বন্ধ হলে বাড়বে শিশু বুদ্ধি বলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালন করা হচ্ছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১০।

বাংলাদেশ সময়:১৪০৩৪ ঘণ্টা, অক্টোবরস ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad