ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হালিশহরে বাসায় ডাকাতি: গৃহকর্তা আহত, ২০ ভরি সোনা লুট

হাজেরা শিউলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

চট্টগ্রাম: নগরীর হালিশহর এলাকায় একটি ভবনে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন গৃহকর্তা সাইদুল ইসলাম।

এ সময় ডাকাতরা ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

বুধবার ভোরে হালিশহর থানাধীন বি ব্লকে সখিনা ম্যানসন নামে একটি ভবনে ওই ডাকাতি সংঘটিত হয়।

পুলিশ জানায়, সশস্ত্র ডাকাতরা দারোয়ানকে বেঁধে রেখে কলাপসিবল গেটের তালা ভেঙে ভবনের দোতলায় থাকা বাড়ির মালিক সাইদুল ইসলামের বাসায় ঢোকে। এ সময় ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা সাইদুল ইসলাম আহত হন।

পরে ডাকাতকবলিত বাড়ির লোকজনের কাছ থেকে টেলিফোনে খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে ককটেল ছুড়ে পালিয়ে যায় ডাকাতরা।

ডবলমুরিং জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এসএম তানভীর আরাফাত ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘মাত্র ১০/ ১২ মিনিটের মধ্যেই আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (বন্দর ) কুসুম দেওয়ান, সহকারী কমিশনার তানভীর আরাফাত ও হালিশহর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।