ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আলমডাঙ্গায় প্রতিমা ভাঙচুর: এলাকায় উত্তেজনা

বিপুল আশরাফ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামে বুধবার  ভোরে শারদীয় পুজার দুর্গা প্রতিমা ভেঙে ফেলা হয়েছে।

কারা প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত, তা এখনো জানা যায়নি।

বুধবার সকালে প্রতিমা ভাঙচুরের ঘটনা জানাজানি হলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে এলাকাবাসী ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, ‘শারদীয় দুর্গোৎসব উপলে ওসমান মন্দিরে প্রতিমা নির্মাণ করা হয়েছিল। শেষ সময়ের রং-তুলির কাজ চলছিল। কিন্তু বুধবার ভোর রাতে কে বা কারা দুর্গা প্রতিমাটি ভেঙে ফেলে। ’

এ ঘটনার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিমা ভাঙচুরের ঘটনা বিষয়ে জানতে চাইলে আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ‘এবারই এ মন্দিরে প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসবের জন্য প্রতিমা তৈরি করা হচ্ছে। ভোর রাতে কে বা কারা প্রতিমার ২টি মাথা কেটে অন্য জায়গায় ফেলে রেখে যায়। বুধবার সকালে প্রতিমার মাথা দুটো উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।