ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গণপরিবহন কমিশন গঠনের দাবি ভোক্তা মঞ্চের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

ঢাকা: গণপরিবহন খাতে বিদ্যমান নৈরাজ্য দূর করতে গণপরিবহন কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় ভোক্তা মঞ্চ।

সিরাজ বাংলাদেশ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও গ্রীন মাউন্ট সোসাইটি ও সেতুর সমন্বয়ে গঠিত জাতীয় ভোক্তা মঞ্চের উদ্যোগ বুধবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে এক নাগরিক সমবাবেশ ও মানববন্ধনে এ দাবি জানানো হয়।



এ সময় বক্তারা যাত্রী পরিবহনে নৈরাজ্য ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীন গণপরিবহন কমিশন গঠনের মাধ্যমে সরকারকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

তারা অভিযোগ করেন, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও বাসের মালিক ও চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা সিটিং সার্ভিসের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে।

বক্তারা গণপরিবহন খাতের এসব অরাজকতা ও বিশৃঙ্খলা দূর করতে সচেষ্ট হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় ভোক্তা মঞ্চের নির্বাহী পরিচালক এস এম সৈকত, ইবনে সাঈদ প্রমুখ।

বক্তারা নগরীর পরিবহনের ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য সরকারের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা আশা করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।