ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জুন ২৮, ২০১০

মাদারীপুর: মাদারীপুরের কুরপদ্বি এলাকায় সুমন মুন্সী (২০) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে দণ্ডপ্রাপ্তদের একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।



সোমবার মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আতাউর রহমান এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- রায়কুলপদ্বি এলাকার আকুব আলী খাঁ (৫৩), আল-আমিন খাঁ (২৫), মোশারফ খাঁ (২৫), আফজাল খাঁ (২৪) ও শাহ-জালাল আকন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৬ জুন এ হত্যার ঘটনা ঘটে। শহরের কুলপদ্বি এলাকার নৌকাঘাটে সুমন মুন্সী পাওনা টাকা চাইতে গিয়ে আসামিদের হামলায় প্রাণ হারান।

এ ঘটনায় সুমনের বাবা ছলেমান মুন্সী ওরফে ইউসুফ বাদী হয়ে ২৭ জুন ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি সুজিত চ্যাটার্জী বাপ্পী বলেন, “৩ বছর ধরে বিচারাধীন থাকার পর সোমবার এ মামলার রায়ে বিচারক পাঁচ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। ”

মামলার অপর ৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাদী পক্ষে সুজিত চ্যাটার্জী বাপ্পী ও আসামি পক্ষে অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান কালু মামলাটি পরিচালনা করেন ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১০
প্রতিনিধি/কেএল/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।