ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে গণপিটুনিতে নিহত ২

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১০

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে গণপিটুনিতে দুই জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তাড়াইল গ্রামের ওমর আলী (২৫) ও সুমন (২৮)।



ঘিওর থানার ওসি আজিজুর রহমান জানান, রোববার রাত সোয়া একটার সময় ১০ জনের একদল ডাকাত গোয়ালডাঙ্গী গ্রামের জিন্নত আলীর বাড়িতে হানা দেয়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পাঁচ জনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টায় দুই ডাকাত মারা যায়।

পুলিশ তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বন্দুক, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করে।

গণপিটুনির শিকার অপর তিন ডাকাত নান্নু মিয়া (৩২), আবদুল (২৪) ও ফারুক (২৬) মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে ঘিওর থানায় ডাকাতি মামলা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২৮, ২০১০
প্রতিনিধি/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।