ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিভিন্ন অপরাধে ৭৮ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, মে ২৪, ২০২৩
বিভিন্ন অপরাধে ৭৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: বাজার তদারকির অংশ হিসেবে বিভিন্ন অপরাধে ৭৮টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মঙ্গলবার ঢাকা মহানগরের- মগ বাজার, মৌচাক, রমনা ও বিএনপি বাজারসহ দেশব্যাপী মোট ৪৮ টি বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। সে সময় ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৭৬ প্রতিষ্ঠানকে ৪ লাখ ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২ প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ৭৫০ টাকা দেওয়া হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব বাজারে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ