ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৫

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, জুন ২৮, ২০১০

ঢাকা: কুমিল্লা ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আমাদের কুমিল্লা ও মানিকগঞ্জ জেলা প্রতিনিধি এই হতাহতের খবর জানিয়েছেন।



কুমিল্লা: লালমাই ফাড়ির উপ-পরিদর্শক লুৎফুর রহমান জানান, রোববার রাত আড়াইটায় আর্জেন্টিনার খেলা দেখে উল্লাস করে বাড়ি  ফেরার পথে সানিচোঁ এলাকায় মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলে মারা যান জালাল হোসেন (১৫)।

নিহত জালাল সানিচোঁ গ্রামের জামাল হোসেনের ছেলে। লালমাই ফাঁড়িপুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।

মানিকগঞ্জ: সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান নামক স্থানে বিপরীতগামী দু’টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দু’টি রাস্তা উপর পড়ে থাকায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৮, ২০১০
প্রতিনিধি/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।