ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে জাল টাকা মামলায় এক ব্যক্তির ১৪ বছর কারাদণ্ড

কাওছার হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বরিশাল: বরিশালে মঙ্গলবার জাল টাকা মামলায় জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তিকে ১৪ বছরে কারাদণ্ড দিয়েছে আদালত।

এ ছাড়া তাকে আরো ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।



বরিশালের স্পেশাল ট্রাইব্যুনাল-৩’র বিচারক কাজী গোলাম সরোয়ার আসামির উপস্থিতিতে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে স্পেশাল ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০০৯ সালের ৩ অক্টোবর রাত ৮টায় বাকেরগঞ্জের কলসকাঠি এলাকার মাছ বিক্রেতা আল-আমিনের কাছ থেকে মাছ কিনে ১শ টাকার একটি জাল নোট দেয় কৃষ্ণকাঠি এলাকার জাহাঙ্গীর হোসেন খান। পরে সন্দেহ হলে আল-আমিন তাকে চ্যালেঞ্জ করে এবং স্থানীয়দের সহায়তায় তার দেহ তল্লাশি করে ১শ টাকার আরো ১৭টি জাল নোট উদ্ধার করে।

এ ঘটনায় আল-আমিন বাদী হয়ে পরদিন ৪ অক্টোবর জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে একই বছরের ২২ ডিসেম্বর বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এর ভিত্তিতে এ মামলার ৯ সাক্ষীর মধ্যে ৬ জনের স্যাগ্রহণ শেষে স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মঙ্গলবার উপরোক্ত রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।