ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

ঢাকা: যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও বিচার প্রক্রিয়ার রিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর হোটেল শেরাটনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন থেকে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

একই সঙ্গে জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীসহ সব যুদ্ধাপরাধীর দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ঢাকা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।

মানববন্ধনে বক্তৃতা করেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমীর হোসেন মোল্লা, ডেপুটি কমান্ডার লুৎফর রহমান, সহকারী কমান্ডার মোহাম্মদ আলী, সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) মো. ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, গোলাম মোস্তফা  বীর প্রতীক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।