ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মে ১৭, ২০২৩
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুকু বেগম (৪১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে ওই উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টুকু বেগম একই উপজেলার মথুরাপুর গ্রামের মৃত হামিদুল গাজীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টার দিকে ধান ভেজানোর জন্য বৈদ্যুতিক মটরের সুইচ দিতে যান টুকু বেগম। সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন। পরে তারা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরান জামিন বৃষ্টি জানান, টুকু বেগমকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।