ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে অজ্ঞাতরোগে ব্যাপকহারে ছাগলের মৃত্যু: এলাকায় আতংক

জাহিদুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
সাভারে অজ্ঞাতরোগে ব্যাপকহারে ছাগলের মৃত্যু: এলাকায় আতংক

সাভার: সাভারে অজ্ঞাতরোগে ১৯টি ছাগলের মৃত্যু ও ব্যাপকহারে আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। রোগটি দ্রুত বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ।



সোমবার বিকেলে প্রথমে বিরুলিয়া ইউনিয়নের আলমনগরে ছাগল অজ্ঞাত রোগে আক্রান্ত হতে শুরু করে।

প্রথমে ওই এলাকার খালেক ফকিরের দুটি ও তার মায়ের একটি ছাগল হঠাৎ করেই মারা যায়। পরে রোগটি ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী কেষ্টপুর, মিটন ও জিঞ্জিরা গ্রামে।

মিটন গ্রামের গৃহস্থ সেলিম বাংলানিউজকে জানান, হঠাৎ তার ৫টি ছাগলের গলা ফুলে যায়। এক পর্যায়ে অসুস্থ ছাগলগুলোর মুখ থেকে লালা ঝরার কিছুণ পর ছটফট করে মারা যায় সেগুলো।

মঙ্গলবার দুপুর পর্যন্ত চারটি গ্রামের ১৯টি ছাগলের মৃত্যু ও কয়েকশ’ ছাগল আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা।

জিঞ্জিরা গ্রামের আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, তার ৮টির ছাগলের পাঁচটিই মারা গেছে মঙ্গলবার।

একইভাবে মারা গেছে মিটন গ্রামের নূরুল আমিনের ৪টি ছাগল।

তিনি বাংলানিউজকে বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর সেনাবাহিনীর সদস্যরা তাদের এলাকায় ছাগলের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে। ’

তার ধারণা, ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় ছাগলের মৃত্যু হচ্ছে।

তবে সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. ফরহাদুল আলম এ ধারণা নাকচ করে দিয়ে বলেন, ‘ভ্যাকসিনের প্রতিক্রিয়া হলে ভ্যাকসিন দেওয়ার ২৪ ঘণ্টা মধ্যে ছাগল মারা যেতো। ’

তবে ছাগলের আকস্মিক মৃত্যুর কারণ স্পষ্ট করতে পারেনি স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়।

এদিকে, অসুস্থ ছাগল জবাই করে সেগুলোর মাংস দুস্থদের বিলি করায় উদ্বিগ্ন স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়।

ডা. ফরহাদুল আলম মাংস বিলির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মৃত ছাগলগুলো পুঁতে ফেলার জন্য এলাকাবাসীকে পরামর্শ দিয়েছি। ’

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিবাংলানিউজকে বলেন, ‘এ ঘটনার কথা শুনিনি, আমি একটি তদন্তকাজে ব্যস্ত রয়েছি। ’

তবে বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকতা ডা. মোছাদ্দেক হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমি এলাকা পরিদর্শন করে আক্রান্ত ছাগলগুলোকে চিকিৎসা দিয়েছি। ’

তিনি বলেন, ‘অতিরিক্ত গরম কিংবা ডিসেন্ট্রিতে আক্রান্ত হয়ে ছাগলগুলো মারা গিয়ে থাকতে পারে। ’
প্রকৃত কারণ অনুসন্ধানে মৃত ছাগলের নমুনা কেন্দ্রীয় পশুরোগ অনুসন্ধান ও গবেষণাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে, অজ্ঞাতরোগে ছাগল মৃত্যুর ঘটনায় আর্থিকভাবে তিগ্রস্তরা
আক্রান্ত ছাগলের চিকিৎসার জন্য সরকারি হস্তপে কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad