ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন সিইসি

ঢাকা: বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে মঙ্গলবার সকালে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

অপর দুই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন এবং ছহুল হোসাইন এসময় উপস্থিত ছিলেন।



সিইসি দেশের সংসদীয় আসনের নতুন সীমানা-সংবলিত মানচিত্র ও বই রাষ্ট্রপতির হাতে তুলে দেন।
 
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক হয়েছে বলে সূত্র জানিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক সম্পর্কে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে ইসির (নির্বাচন কমিশন) সৌজন্য সাক্ষাৎ। ’

বাংলাদেশ সময় ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।