ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে শিশু আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, মে ১৪, ২০২৩
আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে শিশু আহত

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে রাতুল গোমস্তা (১২) নামের এক শিশু আহত হয়েছে। আহত অবস্থায় ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত রাতুল আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের আলম গোমস্তার ছেলে ও নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানিয়েছে, রাতুল গোমস্তা রোববার (১৪ মে) দুপুরে নিজ বাড়ির আঙিনায় বসে পটকা তৈরি করছিল। একপর্যায়ে বারুদের বিস্ফোরণে শিশু
রাতুলের বাম হাতের কবজি ও আঙ্গুলের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, বিষয়টি তারা শুনেছেন, খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।