ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহাম্মদপুরে গৃহবধূকে পিটিয়ে ও পুড়িয়ে মারার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডের একটি বাসায় গৃহবধূকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত গৃহবধূর নাম রোমেছা বেগম (৩০)।

তিনি স্বামী রাশেদ মিয়ার সঙ্গে তাজমহল রোডের ১২/১৩ নম্বর বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে রাশেদ পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, নিহতের ভাই লিটনের দেওয়া সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল ওয়াহেদ বাংলানিউজকে জানান, নিহতের শরীর ঝলসানো এবং তাতে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, ‘রোমেছা রাশেদের দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান রয়েছে। ’

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এসআই ওয়াহেদ বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।