ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলায় মনপুরায় ঘূর্ণিঝড়ে ৫ জেলে নৌকা ও ২ ট্রলার ডুবি

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

ভোলা: ভোলার মনপুরায় মঙ্গলবার দুপুরে আকস্মিক ঘূর্ণিঝড়ে ২টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। মেঘনায় ডুবে গেছে অন্তত ৫টি জেলে নৌকা ও ২টি ট্রলার।



তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী এ ঝড়ে মেঘনার হাজিরহাট এলাকায় নুরুল মাঝি, লিটন, রশিদ, নাগর ও শাহাবুদ্দিনের ৫টি নৌকা ডুবে যায়। পরে স্থানীয় ট্রলারের মাঝিরা তাদের উদ্ধার করেন।

অপরদিকে একই এলাকায় ঝড়ে ২টি কাঁচা ঘর বিধ্বস্ত হয় বলে বাংলানিউজকে জানান প্রত্যদর্শী মাহাবুবুল আলম শাহীন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।