ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

লেকসার্কাসে নিজ রুমে যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, মে ৯, ২০২৩
লেকসার্কাসে নিজ রুমে যুবকের মরদেহ

ঢাকা: রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকা থেকে কুদরত-ই-খুদা হৃদয় (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহতের বাবার নাম আরিফ আহমেদ আর মায়ের নাম হোসনে আরা বেগম।

মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, বেলা একটার দিকে সংবাদ পেয়ে ৯৫ লেক সার্কাসের সাত তলা ভবনের ছাদের ওপরের একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় হৃদয়ের এক মেয়ে বন্ধু ছিল। তিনি জানিয়েছেন হৃদয় গলায় ফাঁস দেয়। তবে পুলিশ গিয়ে ঘটনাস্থলে শায়িত অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আর মেয়েটি পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।