ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ৮, ২০২৩
খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

খাগড়াছড়ি: নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (০৮ মে) সকালে অফিসার্স ক্লাব থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে।

এরপর অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা হয়।

এরআগে রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এসময় সিভিল সার্জন ডা. ছাবের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জোনায়েদ হোসেন সোহাগ, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী উপস্থিত ছিলেন।

বক্তারা পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে জিন হেনরি ডোনান্টকে অনুসরণ করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘন্টা, মে ০৮, ২০২৩
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ