ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, মে ৫, ২০২৩
রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন

লন্ডন (যুক্তরাজ্য) থেকে: রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষে বাংলাদেশের সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৬ মে) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

ব্রিটেনের নতুন রাজা ও রানির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক উপলক্ষে শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বার্তায় শেখ হাসিনা গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজা এবং কমনওয়েলথের প্রধান হিসেবে তৃতীয় চার্লসকে আন্তরিক সমর্থন জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত, দূরদর্শী ও জ্ঞানী নতুন রাজার রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধির একটি উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে পারবেন।

শেখ হাসিনা বলেন, আগামী দিনে কমনওয়েলথভুক্ত দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে আপনার (রাজা) সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের।

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ৫, ২০২৩
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।