ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ৩ লাখ চিংড়ি রেণু পোনা জব্দ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
চাঁদপুরে ৩ লাখ চিংড়ি রেণু পোনা জব্দ

চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ধরা ৩ লাখ চিংড়ি রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৫ মে) দুপুরে জব্দকৃত চিংড়ি পোনা ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানর নেতৃত্বে সদর উপজেলা, আলু বাজার ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে চিংড়ি রেণু পোনা ধরে খুলনা নেওয়ার সময় আনুমানিক ৩ লাখ চিংড়ির রেণু পোনার জব্দ করা হয়। এ সময় জব্দকৃত চিংড়ি রেণু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে ডাকাতিয়া নদীতে জব্দকৃত চিংড়ির রেণু পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, রেণু পোনা যে কোনো সময় ধরা অবৈধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।