ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

করোনায় আক্রান্ত চিফ হিট অফিসার বুশরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, মে ৫, ২০২৩
করোনায় আক্রান্ত চিফ হিট অফিসার বুশরা ফাইল ফটো

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য বেসরকারি সংস্থার নিয়োগ দেওয়া চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ মে) দুপুরে পরীক্ষার পর তার করানো শনাক্ত হয়।

 তার ফুফাতো ভাই তৌফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুশরা এখন বাসায় আইসোলেশনে আছেন। গতকালও গায়ে জ্বর, কাশি ছিল। বাসাতেই চিকিৎসা চলছে তার।

বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের পক্ষ থেকে বুশরাকে উত্তর সিটির জন্য চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বেসকরারি এ সংস্থার সঙ্গে ঢাকা উত্তর সিটির একটি চুক্তির অধীনে তিনি কাজ করবেন।  

জানা গেছে, এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে তিনিই প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ০৫, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ