ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় নতুন রিকশা পেল ৪০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, মে ৪, ২০২৩
সাতক্ষীরায় নতুন রিকশা পেল ৪০ জন

সাতক্ষীরা: সাতক্ষীরায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ জন হতদরিদ্র মানুষের মাঝে রিকশা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাদের কাছে এসব রিকশা হস্তান্তর করা হয়।

রিকশা বিতরণ কর্মসূচিতে সংগঠনটির মানবসম্পদ বিভাগের সদস্য মাহফুজ বিল্লাহ, শোয়াইব আহমেদ, মাহবুবুর রহমান, স্থানীয় আলেম মোখলেসুর রহমান, এমদাদ উদ্দিন, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরার ৭টি উপজেলা থেকে আলেমদের সহায়তায় বাছাইকৃত ৪০ জন হতদরিদ্র মানুষের মাঝে যাকাতের অর্থে আত্মকর্মসংস্থানের জন্য এসব রিকশা বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।