ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, এপ্রিল ১৯, ২০২৩
খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে ত্রিমোহনি শাহাদাত রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুলতানকে হাসপাতালে আসা সহকর্মী মো. পরাণ জানান, সুলতানের বাড়ি ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর ইউনিয়নে। বর্তমানে খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় থাকেন। পেশায় গ্রিলমিস্ত্রীর কাজ করেন তারা। ১০ দিন ধরে ত্রিমোহনি শাহাদাত রোডে একটি টিনশেড ঘর নির্মাণে কাজ করছিলেন। আজ ঘরের চালার ওপর উঠে লোহার এঙ্গেলে ওয়েল্ডিং করছিলেন সুলতান। এ সময় ঘরের পাশের উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের স্পৃষ্ট হন তিনি। এতে সুলতান চালার ওপর থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে সুলতানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ