ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈদযাত্রা: যাত্রীর চাপ নেই গাবতলীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, এপ্রিল ১৯, ২০২৩
ঈদযাত্রা: যাত্রীর চাপ নেই গাবতলীতে

ঢাকা: আজ থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। ছুটির প্রথম দিনে বাস টার্মিনালগুলোতে এখনও যাত্রী সংখ্যা কম।

কাউন্টারের টিকিট বিক্রেতারা বলছেন, এ বছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় বাড়ি ফেরা নিয়ে মানুষের তাড়াহুড়া নেই। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবার ও শুক্রবার যাত্রী সংখ্যা বাড়বে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা যায়।

দেখা যায়, অগ্রিম বিক্রি হয়ে যাওয়ার কারণে কাউন্টারে অলস বসে আছেন টিকিট বিক্রেতারা। যেসব কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি বাকি ছিল বা বিক্রি করেনি তারা ডেকেও যাত্রী পাচ্ছেন না।

হানিফ এন্টারপ্রাইজের গাবতলীর কাউন্টার মাস্টার নোমান সরদার বাংলানিউজকে বলেন, অগ্রিম টিকিটের বেশিরভাগ যাত্রী ২০-২১ তারিখের। প্রথমে তো ঈদের ছুটি ২১ তারিখ ছিল। পরে একদিন বাড়ানোয় সেই ছুটি ১৯ তারিখ অর্থাৎ শবে কদরের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু যাত্রীরা টিকিট আগেই কেটে রেখেছেন। তাই আজ যাত্রী কম।

গোল্ডেন লাইন বাস কাউন্টারের টিকিট বিক্রেতা মো. রনি বলেন, এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় যাত্রীদের তাড়া নেই। তবে বিকালের পর কাউন্টারগুলোতে যাত্রী সংখ্যা বাড়বে।

সুবর্ণ পরিবহনের মো. জনি বলেন, গার্মেন্টস কর্মীদের তো ছুটি হয়নি। তারা টার্মিনালে যাত্রী দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।