ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো মাদরাসায় স্থাপিত হলো শহীদ মিনার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, এপ্রিল ১৮, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো মাদরাসায় স্থাপিত হলো শহীদ মিনার 

ব্রাহ্মণবাড়িয়া: মাদরাসা শিক্ষার্থীদের ভাষা আন্দোলনে বীর শহীদদের অবদান জানাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রথমবারের মতো মাদরাসায় শহীদ মিনার স্থাপন করা হয়েছে।  

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার ইব্রাহীমপুরে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (র.) ফাজিল মাদ্রাসায় শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

শহীদ মিনারটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল ছিদ্দিক।

মঙ্গলবার (১৮ এপ্রিল) তিনি জানান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস মাদরাসা শিক্ষার্থীদের জানাতে শহীদ মিনার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব মাদরাসায় শহীদ মিনার স্থাপিত হবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, মাদরাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এনামুল হক কুতুবি, মাদরাসার সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, ১৯৮৭ সালে নবীনগর উপজেলার ইব্রাহীমপুরে প্রতিষ্ঠিত এই মাদরাসায় শহীদ দিবস, মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস উদযাপনে কোনো প্রকার শহীদ মিনার ছিল না। অবশেষে প্রতিষ্ঠার ৩৬ বছর পর এখানে স্থায়ীভাবে স্থাপিত হলো শহীদ মিনার।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।