ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

রমনায় ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, এপ্রিল ১৭, ২০২৩
রমনায় ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার 

ঢাকা: রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতাররা হলেন- আমির ওরফে জামাল ও রফিকুল ইসলাম ওরফে ভুট্টো।

এ সময় একটি গাড়ি ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে রমনা থানা এলাকার গুলফেশা প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  

সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপসহ আসামি আমির ও রফিকুলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির ড্রাইভার ও হেলপারের সিটের পেছনে বিশেষ ব্যবস্থায় রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।