ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে পিকাআপভ্যানের চাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, এপ্রিল ১৫, ২০২৩
ঝিনাইদহে পিকাআপভ্যানের চাপায় বাইকার নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ট্রাকের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামে এক মোটারসাইকেল আরহী নিহত হয়েছেন। এ সময় সোহেল রানা (৩২) নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ওই উপজেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। এ ঘটনায় নিহত ও আহত দুইজনই নিরোলাক পেইন্ট কোম্পনিতে চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথে ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হামিদুল ইসলামের মৃত্যু হয়। এছাড়া সোহেল রানা আহত হন। তাকে যশোরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বারোবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।