ঢাকা, শুক্রবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, এপ্রিল ১৪, ২০২৩
রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর আশকোনা এলাকায় রেলগেটে ট্রেনের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি রঙের কাজ করতেন।

শুক্রবার (১৪এপ্রিল) সকাল ৮টার দিকে আশকোনা হাজিক্যাম্প রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোতালেব হোসেনকে হাসপাতালে নিয়ে আসা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোমিনুল ইসলাম জানান, সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মোতালেব হোসেন। এ সময় তিনি হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মোতালেব হোসেনের মেয়ে রাজিয়া আক্তার মিম মোবাইল ফোনে বলেন, তাদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার স্বরুপকাঠি গ্রামে। তার বাবা গত দুদিন আগে কাজের উদ্দেশ্যে ঢাকায় যান। আজকে সকালে পুলিশের মাধ্যমে বাবার দুর্ঘটনার সংবাদ পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এই থ্যর নিশ্চিত করে জানান মোতালেব হোসেনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এজেডএস/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।