ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেএমবির তিন নেতার চার দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’র গ্রেপ্তার হওয়া তিন নেতাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আসামিরা হলেন- সংগঠনটির শুরা সদস্য মো. শারফুল ইসলাম ওরফে লিখন (৩২), এহসার সদস্য শাহীনুল ইসলাম ওরফে বেলাল (২২) এবং গায়রে এহসার সদস্য মো. চাইনুর রহমান ওরফে বাবুল।



রোববার মহানগর মুখ্য বিচারিক আদালতের হাকিম মো. ওয়াসিম পৃথক দু’টি মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।
 
তবে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাফিজউদ্দিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

এর আগে শনিবার দুপুরের পর সাভার থানায় আসামিদের হস্তান্তর করে র‌্যাব। এ সময় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও বিস্ফোরক আইনে দু’টি মামলা হয়।

এস আই হাফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আরও তথ্য পাওয়া যাবে। ’   

শুক্রবার দিবাগত রাত একটার দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা একটি নৈশ কোচ থেকে নামার পর আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।