ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গেণ্ডারিয়ার একটি বাসা থেকে ৭টি গ্রেনেড উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা : রাজধানীর গেণ্ডারিয়া এলাকার একটি বাসা থেকে দেশে তৈরি সাতটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন জনকে আটক করেছে।



আটককৃতরা হলেন- মিলন (২৬), খোকন (৩৫) এবং নূর হোসেন (৩৮)।

পুলিশ জানায়, আটক খোকনের বোন মেরী থানায় ফোন করে বলেন, ‘গেণ্ডারিয়ার বেগমগঞ্জ লেনের লাভলি বেগমের (৪/২/বি) বাসায় বিস্ফোরক আছে। ’ পরে পুলিশ শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ওই বাসা থেকে দেশে তৈরি সাতটি গ্রেনেড উদ্ধার করে।

গেণ্ডরিয়া থানার অপারেশন অফিসার সুভাস কুমার পাল বাংলানিউজকে বলেন, ‘পুরো বিষয়টি পরিকল্পিত। আটক মিলনের ভাবী লাভলী বেগমকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এ কাজ করা হয়েছে। ’  

তিনি জানান, লাভলী বেগমের সম্পত্তি দখলের জন্যই তারা এ কাজ করেছেন। বেশ কিছুদিন আগে লাভলী বেগম আটককৃত তিনজনের বিরুদ্ধে জিডি করেছিলেন। আটকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালতে পাঠালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনায় বিষ্ফোরক আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।