ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : যশোর বোর্ডে পরীক্ষার্থী দেড় লাখ

তৌহিদ জামান, যশোর প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

যশোর : জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রবিউল ইসলাম এ তথ্য জানান।



আগামী ৪ নভেম্বর দেশব্যাপী শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। বাংলাদেশে এই প্রথম এ ধরনের পরীক্ষা হতে যাচ্ছে।

যশোর শিক্ষাবোর্ডের সেকশন অফিসার শাহজাহান আলী জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যশোর বোর্ডের অধীনে ১ লাখ ৫৭ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। ২ হাজার ৬৬৭টি স্কুলের ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘প্রথমবারের মত অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ১৪৩টি কেন্দ্রের মাধ্যমে গ্রহণ করা হবে। ’

এসএসসি, এইচএসসির মতো এ পরীক্ষা সম্পন্ন করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আনুষাঙ্গিক সব কাজ এগিয়ে চলছে বলে তিনি জানান।

প্রফেসর রবিউল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময়সূচির কাগজ আনতে ঢাকায় লোক পাঠানো হয়েছে। এসব আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেসে ছাপানোর ব্যবস্থা আছে। আশা করছি, ১০ তারিখের পর সেগুলো বিতরণ করা সম্ভব হবে। ’

তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।