ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকার ২২৬টি পত্রিকার নামের ছাড়পত্র দিয়েছে : তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা : বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তথ্য মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে ২২৬টি পত্রিকা প্রকাশনার জন্য নামের ছাড়পত্র দেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

সিরাজগঞ্জ ৪ আসনের সাংসদ শফিকুল ইসলামের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।



মন্ত্রী বলেন, ‘নামের ছাত্রপত্র দেওয়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে এসব পত্রিকার ডিকারেশন দেওয়ার জন্য এক বছর সময় দেওয়া হয়েছে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশ চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে শুধু নামের ছাড়পত্র দেওয়া হয় ডিকারেশন দেওয়া হয় না। পত্রিকার ডিকারেশন জেলা ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন। ’

বাংলাদেশ সময় : ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ