ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডিভি লাটারির আবেদন শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা : ডিভি লটারির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার। ওইদিন বাংলাদেশ সময় রাত ১০টার পর ডিভি লাটারি ২০১২ এর আবেদন করা যাবে।

চলবে ০৩ নভেম্বর রাত ১০টা পর্যন্ত।

রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

কারওয়ান বাজারে অবস্থিত যাত্রী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান সান্ড্রা ইনগ্রাম বলেন, ‘গতবারের মত এবারও অনলাইনে ডিভি লটারির আবেদন করতে হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না। এক ব্যক্তি একাধিকবার আবেদন করলে সবগুলোই বাতিল করা হবে। ’

আবেদনকারীকে অবশ্যই এইচএসসি পাশ অথবা পেশাগত যোগ্যতা প্রমাণ করতে হবে। তবে পেশাগত যোগ্যতা দিয়ে ভিসা পাওয়া খুব কঠিন বলে উল্লেখ করেন ইনগ্রাম। তিনি বলেন, ‘আবেদনের সঙ্গে অবশ্যই সম্প্রতি তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের রঙ্গিন ছবি দিতে হবে। পুরনো ছবি দিয়ে আবেদনকারীকে শনাক্ত করা যায় না বলে তা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ’

তিনি আরও বলেন, ‘স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানের নামও আবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে। যদি এমন হয় যে, তারা ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে যাবেন না তারপরও তাদের নাম দিতে হবে। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবারের ডিভি লটারিতে বাংলাদেশসহ কোনো দেশের জন্যই কোনো কোটা নেই। তবে একটি দেশ থেকে সর্বোচ্চ ছয় হাজার ডিভি ভিসা ইস্যু করা হবে। ’

গত পাঁচ বছরে ৫০ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে যাওয়ায় এ অঞ্চল থেকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা এবার ডিভি আবেদন করতে পারবেন না বলেও তিনি জানান।

এ সময় দূতাবাসের তথ্য বিভাগের প্রধান প্যাট্রিসিয়া হিল উপস্থিত ছিলেন।

ডিভি লটারি চালুর পর বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ৩৯ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘২০১০ সালের ডিভিতে এখন পর্যন্ত দুই হাজার ৮৯৬ জনকে ভিসা দেওয়া হয়েছে। ’

সান্ড্রা ইনগ্রাম বলেন, ‘এবার কাউকে চিঠি বা ই-মেইলের মাধ্যমে ডিভি লটারি বিজয়ের খবর জানানো হবে না। অনলাইনে আবেদন করার সময় যে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হবে আবেদনকারীকে তা প্রিন্ট করে রাখতে হবে। পরবর্তীতে এই প্রাপ্তি স্বীকারপত্রে থাকা নাম্বার ব্যবহার করেই ডিভি লটারির ফলসহ যে কোনো তথ্য জানা যাবে। ’

এ জন্য যথাসম্ভব নিজস্ব ইমেইল এ্যাকাউন্ট থেকেই ডিভি লটারির আবেদন পুরণের আহবান জানিয়ে তিনি বলেন, সাইবার ক্যাফে বা কোন এজেন্টের মাধ্যমে আবেদন পূরণ করালে তারা অনেক সময় আবেদনকারীর তথ্য বিকৃত করে। তাছাড়া ভবিষ্যতে ডিভি সংক্রান্ত যে কোনো যোগাযোগ আবেদনের সঙ্গে দেওয়া ই-মেইলের মাধ্যমে করা হবে। ফলে আবেদনকারী ডিভি সংক্রান্ত তথ্য নাও পেতে পারেন। এজেন্ট বা সাইবার ক্যাফে কর্তৃপক্ষ ওই তথ্য ব্যবহার করে আবেদনকারির কাছ থেকে অর্থ আদায় করে।

আগ্রহীদের যথাসম্ভব দ্রুত আবেদন জমা দেওয়ার আহবান জানিয়ে ইনগ্রাম বলেন, শেষ দিকে অসংখ্য মানুষ একযোগে আবেদন প্রক্রিয়া শুরু করে। ফলে অনলাইনে জট লেগে যায়। এজন্য অনেকের আবেদন পৌঁছায় না।

ডিভি লটারির যাবতীয় তথ্য ইংরেজিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট www.dvlottery.state.gov এবং বাংলায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইট www.dhaka.usembassy.gov এই ঠিকানায় পাওয়া যাবে। ২০১১ সালের ১ মে থেকে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে লটারির ফলাফল দেখা যাবে।

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।