ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎখাতে চার দলীয় জোটের অনিয়ম প্রকাশ করা হবে : প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা : চার দলীয় জোট ও তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদ্যুৎখাতের যাবতীয় অনিয়ম জনসম্মুখে প্রকাশের ব্যবস্থা করা হবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

রোববার সংসদে সরকার দলীয় সাংসদ নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।



প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানীখাতের বিভিন্ন আর্থিক, প্রাতিষ্ঠানিক অনিয়ম উদঘাটনের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাধ্যমে একটি সাব কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে যাচাই বাছাই করছে। এটা শেষ হলেই চিহ্নিত সব অনিয়ম জনসম্মুখে প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে। ’

অপর এক প্রশ্নের উত্তরে এনামুল হক বলেন, ‘দেশে চাহিদা অনুপাতে বিদ্যুৎ ঘাটতি থাকায় নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হলেও সরবরাহ বন্ধ রাখা হয়নি। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে না। ’

বিরোধী দলীয় সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘মহাপরিকল্পনা অনুযায়ি দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে ৩ লাখ ২৬ হাজার ২৮৩ কিলোমিটার বিতরণ লাইন প্রয়োজন। এ লক্ষ্যে এ বছরের জুলাই পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৭৪১ কিলোমিটার বিতরণ লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিভিন্ন শ্রেণীর ৮৮ লাখ ৭৬ হাজার গ্রহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।