ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
দিনাজপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু  প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে রিংকি আক্তার (১০) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য ছড়িয়েছে। ঘরে ঝুলন্ত অবস্থায় এ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে হাকিমপুর উপজেলার চন্ডিপুর এলাকায় তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিংকি ওই এলাকার আব্দুর রশিদের মেয়ে। সে বাংলা হিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজনেরা জানান, রিংকিকে বাড়িতে রেখে শনিবার সকালে অন্যের বাড়িতে কাজে যান তার মা। কয়েক ঘণ্টা পর প্রতিবেশীরা খবর দিলে ঘরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় মা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া।  

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রস্তুত করা হয়। নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।