ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রামপুরায় ৬৩৫ বোতল ফেনসিডিলসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা : রাজধানীর রামপুরা এলাকা থেকে রোববার ভোরে ৬৩৫ বোতল ফেনসিডিলসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সাদ্দাম হোসেন (২৭), ইকবাল হোসেন (২৪), মনিরুজ্জামান (২৬), প্রাণ দাস (৩০), আমজাদ হোসেন (২৮) এবং জালাল (৪০)।

এ সময় ফেনসিডিল বহনকারী একটি ট্রাকও আটক করা হয়।

আটককৃতরা পুলিশকে জানায়, এসব ফেনসিডিল বেনাপোলের মাদক ব্যাবসায়ী ইয়াকুব এবং বদার। তারা এসব ফেনসিডিল রাজধানীর শাহবাগ, মতিঝিল এবং যাত্রাবাড়ি এলাকায় বিক্রির জন্য এনেছিল।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রামপুরা টিভি ভবনের সামনে থেকে ট্রাকে করে আনা এসব ফেনসিডিল আটক করে।

সিরামিক পাউডারের ভেতর লুকিয়ে এসব ফেনসিডিল বহন করা হচ্ছিল বলে জানান তিনি।

এই ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানান।
 
আটককৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।