ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

মুগদা থেকে নারী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, এপ্রিল ১, ২০২৩
মুগদা থেকে নারী নিখোঁজ

ঢাকা: রাজধানীর মুগদা থানা এলাকা থেকে জেসমিন আক্তার (৩০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

গত ২৮ মার্চ সকাল ১০ টার দিকে মুগদার মানিকনগর ওয়াসা রোড এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি জেসমিন।

এ বিষয়ে গত ২৮ মার্চ জেসমিনের স্বামী মো. সেলিম মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৪৪৮) করেছেন।

জিডি অনুযায়ী, জেসমিনে উচ্চতা আনুমানিক পাঁচ ফুট দুই ইঞ্চি, গায়ের রং-ফর্সা ও মুখমণ্ডল গোলাকার। বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার পরনে সবুজ রঙয়ের সালোয়ার কামিজ ছিল।

শনিবার (১ এপ্রিল) মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর জানান, গত ২৮ মার্চ সকালে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি জেসমিন নামে ওই নারী। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে জেসমিনের স্বামী একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ জেসমিনের সন্ধান পেতে পুলিশ কাজ করছে উল্লেখ করে তিনি জানান, কোনো ব্যক্তি জেসমিন আক্তারের সন্ধান পেলে মুগদা থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০২৭৯) বা ওসির (০১৩২০-০৪০২৭২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।