ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আফগানিস্তানে সেনা পাঠানো: সরকারকে আরও ভাবার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: আফগানিস্তানে সেনা পাঠানোর আগে বিষয়টি নিয়ে সরকারকে গভীরভাবে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি (বিআইপিএসএস)’র সভাপতি মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান।

রোববার দুপুরে হোটেল শেরাটনে এক আন্তর্জাতিক কর্মশালায় এ আহ্বান জানান তিনি।



‘সন্ত্রাসবাদ দমনে সক্ষমতা অর্জন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে বিআইপিএসএস।

মুনিরুজ্জামান বলেন, ‘আফগানিস্তানে সেনা পাঠালে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যেতে পারে। বাংলাদেশে প্রতিশোধমূলক তৎপরতা চালানোর চেষ্টা করতে পারে তালেবান। তাই সেনা পাঠানোর আগে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করে দেখতে হবে। ’

তবে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহযোগিতাকে অস্বীকার করেননি মুনিরুজ্জামান।

তিনি বলেন, ‘সন্ত্রাস কোনো দেশের একক সমস্যা নয়। বরং বিশ্বের সব দেশের জন্যই তা হুমকি। সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহযোগিতা অতি গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ কী ধরনের সন্ত্রাসী হুমকিতে আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ পর্যন্ত বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে এবং তাদের ফাঁসিও হয়েছে। তবে এদের ধরার ফলে সন্ত্রাস থেমে গেছে তা কিন্তু নয়। বরং দিন দিন তা বেড়েই চলেছে। ’

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গবেষক অরবিন্দ্র আচার্য, জ্যেষ্ঠ বিশ্লেষক শাফকাত মুনীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।