ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুদ্রা পাচার মামলায় বিমানবালার স্বামী ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: মুদ্রা পাচার মামলায় বিমানবালা সালমা রহমান জুয়েলের স্বামী শফিকুল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
রোববার মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম শফিকের সাতদিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম কামরুন্নাহার রুমী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার কামরুন্নাহার তুতুলের দেওয়া তথ্য ও মোবাইল কললিস্টের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার ভোর ছয়টায় বিমান বন্দরের গোয়েন্দা শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হলে তুতুলের লাগেজ স্ক্যান করে আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।