ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে টেন্ডার ছাড়াই ভাঙা হলো ইউপি ভবন, নীরব কর্তৃপক্ষ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, মার্চ ৩০, ২০২৩
গৌরীপুরে টেন্ডার ছাড়াই ভাঙা হলো ইউপি ভবন, নীরব কর্তৃপক্ষ  

ময়মনসিংহ: টেন্ডার ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সরকারি পুরোনো ভবন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

তবে ঘটনাটি জেনেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনসহ সংশ্লিষ্টরা।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১৯৮৮ সালের দিকে বোকাইনগর ইউনিয়ন পরিষদের পাঁচ কক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মিত হয়। সম্প্রতি অভিযোগ উঠেছে, ওই ভবনটি বর্তমান ইউপি চেয়ারম্যান আল মুক্তাদিরের নির্দেশে ভেঙে ফেলে মালামাল বিক্রি করে টাকা লুটপাট করা হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির। তিনি বলেন, পরিত্যক্ত ভবনটি কে বা কারা ভেঙেছে, তা আমার জানা নেই।    

উপজেলা প্রকৌশলী অসিত বরন দেব বলেন, পরিষদের বর্তমান ভবনটি সংস্কারে টেন্ডার হয়েছে। তবে পুরোনো ভবনটি ভাঙার বিষয়ে কিছু জানা নেই।

একই ধরনের বক্তব্য ইউএনও ফৌজিয়া নাজনীনের। তিনি বলেন, নিয়ম অনুযায়ী সরকারি পরিত্যক্ত কোনো ভবন ভাঙতে হলে অনুমতি সাপেক্ষে টেন্ডার দিতে হবে। তবে এ ভবন সংক্রান্ত কোনো তথ্য আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।