ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ১০ মামলার আসামি জলদস্যু গ্রেপ্তার

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ভোলা: মেঘনার ত্রাস দুর্ধর্ষ জলদস্যু দল হাতিয়ার মুন্সিয়া বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার ভোর ৫টার দিকে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।



ওসি মল্লিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, মুন্সিয়া বাহিনীর ডাকাতি করা ট্রলার ছাড়িয়ে আনার ক্ষেত্রে জেলেদের কাছে থেকে মুক্তিপণের টাকা আদায় করতো সে।

‘বিভিন্ন ব্যাংকে কবিরের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা রয়েছে’ উল্লেখ করে পুলিশ জানায়, তার নামে চরফ্যাশন ও ভোলার বিভিন্ন থানায় ১০ টি ডাকাতি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।