ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবর শ্যোন অ্যারেস্ট

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবর শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রাম: চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম ফজলুল বারী তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।



এর আগে শনিবার এ দুটি মামলায় তাকে গ্রেপ্তারের জন্য আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সিনিয়র এএসপি মোহাম্মদ মনিরুজ্জামান।

এছাড়া ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে সিআইডি।

আগামী ১৩ অক্টোবর এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামালউদ্দিন আহমেদ।

শুনানির দিন লুৎফুজ্জামান বাবরকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল এ অস্ত্র আটক করা হয়।

সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।