ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাবি ভর্তি পরীক্ষা: প্রতি আসনের বিপরীতে ৭৬ জন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৭৬টি।

আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে।



এ বছর সাতটি ইউনিটে ১৬০৬ আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে মোট ১ লাখ ২১ হাজার ৯১৮টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ২০ হাজার ৬০০, ‘খ’ ইউনিটে ১৫ হাজার ৪৬০, ‘গ’ ইউনিটে ২৫ হাজার ৫৭৫, ‘ঘ’ ইউনিটে ২৬ হাজার ৬০০, ‘ঙ’ ইউনিটে ২০ হাজার ৫৫১, ‘চ’ ইউনিটে ৫ হাজার ৬৩৫ ও ‘ছ’ ইউনিটে জমা পড়েছে ৭ হাজার ৪৯৭ আবেদনপত্র।

এ হিসেবে ‘ক’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৫৯ জন, ‘খ’ ইউনিটে ৪৮ জন, ‘গ’ ইউনিটে ৬৭ জন, ‘ঘ’ ইউনিটে ৯৮ জন, ‘ঙ’ ইউনিটে ১০২ জন, ‘চ’ ইউনিটে ১০২ জন ও ‘ছ’ ইউনিটে ১৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৩ অক্টোবর ‘গ’ ইউনিট, ২৪ অক্টোবর ‘খ’ ও ‘ছ’ ইউনিট, ২৫ অক্টোবর ‘ক’ ইউনিট, ২৬ অক্টোবর ‘ঘ’ ইউনিট, ২৭ অক্টোরর ‘ঙ’ ও ‘চ’ ইউনিটের পরীার তারিখ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।