ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাসিনাকে হত্যাচেষ্টা

বিস্ফোরক মামলার সাক্ষ্যগ্রহণ ৬ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পুঁতে রাখা বোমা উদ্ধারের মামলায় আগামী ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য হয়েছে।

রোববার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কানিজ আক্তার নাসরিনা খানম এ দিন ধার্য করেন।



বিশেষ সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘রোববার বদিউজ্জামান ও জাকির নামে দুই জন সাক্ষি দিতে আদালতে এলেও সাক্ষি দেওয়ার জন্য প্রস্তুত না থাকায় তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। আগামী তারিখে আসতে বলা হয়েছে। ’

এদিন জেল হাজতে আটক থাকা সব আসামিকে আদালতে হাজির করা হয়।

তারা হলেন- মুফতি আব্দুল হান্নান, মুফতি মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, ওয়াসিম আকতার ওরফে তারেক হোসেন, মেহেদী হাসান ওরফে আব্দুল অদুদ, রাশেদ ড্রাইভার, মাহামুদ আজাহার, আবুল হোসেন, আরিফ হাসান সুমন ও আব্দুর রউফ।

২০০০ সালে দায়ের করার পর থেকে মামলাটি গোপালগঞ্জের এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

২০০০ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়ার জনসভাস্থলের খুব কাছ থেকে শক্তিশালী দূর-নিয়ন্ত্রিত দুটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক নূর হোসেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ