ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরতালে সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ঢাকা: প্রধান বিরোধীদল বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে সচিবালয়ে কাজকর্ম স্বাভাবিক ছিল। মন্ত্রী-সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরাও যথা সময়ে দপ্তরে এসেছেন।



তবে ভিন্ন চিত্র ছিল দর্শনার্থীদের ক্ষেত্রে। এদিন এ ধরনের ভিড় ছিল না বললেই চলে।

সরজমিন ঘুরে দেখা গেছে, আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী, কৃষিমন্ত্রী, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী, নৌ-মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বারাষ্ট্র, খাদ্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীসহ প্রায় সব মন্ত্রী ও সচিবরা নিজ নিজ দপ্তরে উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ে পূর্ব-নির্ধারিত বৈঠকসহ সব কাজ- কর্মেও ছিল স্বাভাবিক গতি।

হরতাল হলেও সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৮০ ভাগ কর্মচারী সচিবালয়ে হাজির হন।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, দর্শনার্থীদের বা তদবিরের উটকো ঝামেলা না থাকায় অন্যদিনের চেয়ে কাজের আমেজ ছিল ভিন্ন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১০
জেআইএল/এজে/কেএল/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।