ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়াচ্ছে সাতটি বেসরকারি প্রতিষ্ঠান: লতিফ বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়াচ্ছে সাতটি বেসরকারি প্রতিষ্ঠান: লতিফ বিশ্বাস

ঢাকা: দেশের ৭টি বেসরকারি প্রতিষ্ঠান উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

রোববার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।



অ্যানথ্রাক্স পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘১৮ সেপ্টেম্বরের আগপর্যন্ত দেশে ৪৮ টি গরু, ৪৭ টি ছাগল এবং ৫শ’ মানুষ অ্যানথ্রাক্স আক্রান্ত হন। ’

মন্ত্রী দাবি করেন, ১৮ সেপ্টেম্বরের পর আর কোনো অ্যানথ্রাক্স আক্রান্তের খবর পাওয়া যায়নি।

অ্যানথ্রাক্স নির্মূলে গঠিত জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করে এ সংক্রান্ত রেড এলার্ট তুলে নেওয় হবে বলেও মন্ত্রী জানান।

ষড়যন্ত্রকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না জানতে চাইলে লতিফ বিশ্বাস বলেন, ‘এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ভাবছি। ’

এ সময় তিনি ষড়যন্ত্রকারী ওই ৭টি প্রতিষ্ঠানের নাম প্রকাশেও অস্বীকৃতি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।