ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসিড সন্ত্রাস: জামিন পেলেন বিচারপতির ছেলে সাফাত

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: এসিড নিক্ষেপের মামলায় বিচারপতি সালমা মাসউদ চৌধুরীর ছেলে সাফাত আহমেদ জামিন পেয়েছেন।
রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মোহাম্মদ হাবিবুর রহমান ভুঁইঞা এক লাখ টাকার মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।

শুনানিতে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু ও ঢাকা বারের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ইসমাইল হোসেন সমাজী উপস্থিত ছিলেন।
জামিনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের গুলশান থানার নথি সংরক্ষণ কর্মকর্তা (জিআরও) এখলাছুর রহমান।
বৃহস্পতিবার আসামি সাফাতকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মহানগর হাকিম ইসমাইল হোসেন।  
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট দু’জন মোটরসাইকেল আরোহী বাদীর ছেলে এসিড সন্ত্রাসের শিকার সাবরি-ই-জামানের গায়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

ওইদিন সাবরি’র বাবা উইং কমান্ডার (অব.) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন। মামলায় আসামিদের নাম উল্লেখ করা না হলেও পুলিশ শাহিন ও জাহিদ হাসান নামের দু’ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গত ২৬ সেপ্টেম্বর শাহিন ও জাহিদ মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে স্বীকার করেন, আসামি সাফাত আহমেদের নির্দেশেই তারা সাবরি- ই-জামানের ওপর এসিড নিক্ষেপ করে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad