ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে স্কুল কমিটির বিরুদ্ধে এমপি কবরীর মামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, এপ্রিল ৩০, ২০১২
নারায়ণগঞ্জে স্কুল কমিটির বিরুদ্ধে এমপি কবরীর মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুরের দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদ (ম্যানেজিং কমিটি) নির্বাচনে সভাপতি পদে পরাজিত হয়ে স্থানীয় সাংসদ সারাহ বেগম কবরীর পক্ষে মামলা করা হয়েছে।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জের দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এমপি কবরীর পক্ষে দুলাল মিয়া নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন।



মামলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে।

মামলায় ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আগামী ৭ দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

অপর বিবাদীরা হলেন- দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ম্যানেজিং কমিটির বিজয়ী সভাপতি আওয়ামী লীগ নেতা এম সাইফুল্লাহ বাদল, জাহিদুল হক খোকন, জিএম মাসুম, এমএ সাত্তার, শফিউদ্দিন খন্দকার তপন, নাজমা বেগম, এসএম বদরুল আলম, মতিউর রহমান, নাছরিন আহম্মেদ, মাসুম আরেফিন,  মোহাম্মদ আলী ঢালী এবং বিশ্বাস লুৎফর রহমান।

জানা যায়, এদের মধ্যে সাইফুল্লাহ বাদল ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আদালত সূত্রে জানা যায়,  গত ২৬ এপ্রিল হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন হয়। সেই নির্বাচনে সভাপতি পদে এমপি সারাহ বেগম কবরীর বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে ৪-২ ভোটে বিজয়ী হন সাইফুল্লাহ বাদল।

ওই নির্বাচনে অবৈধ ও বেআইনিভাবে প্রভাব বিস্তারের কথা উল্লেখ করে এমপি সারাহ বেগম কবরীর পক্ষে আদালতে কমিটির পরবর্তী কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন মামলার বাদী দুলাল মিয়া।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২

তানভীর হোসেন/ সম্পাদনা: শায়লা শারমিন্দ; তানিয়া আফরিন, নিউজরুম এডিটর, নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।